বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ২১:৪৩

২ আগস্ট কচুয়ায় মামুনুল হকের জনসভাকে সফল করতে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন

কচুয়া ব্যুরো
২ আগস্ট কচুয়ায় মামুনুল হকের জনসভাকে সফল করতে  খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন

আগামী ২ আগস্ট ২০২৫ (শনিবার) আল্লামা মামুনুল হকের কচুয়ায় আগমন উপলক্ষে বিশাল জনসভা সফল করার লক্ষ্যে ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ কচুয়া শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে কচুয়া ডাকবাংলোর হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি আনিছুর রহমান কাসেমী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের মাধ্যমে কচুয়াবাসীকে জানিয়ে দিতে চাই, আসছে ২ আগস্ট শনিবার কচুয়া সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

জনসভার উদ্দেশ্য হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের জাগরণ সৃষ্টি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। তার পাশাপাশি আল্লামা মামুনুল হক কচুয়ার মাটিতে আগমন করার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশের ৩ শ' আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। আমাকে কচুয়া আসনের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। আগামী ২ আগস্ট বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারণা কচুয়া থেকেই শুরু হতে যাচ্ছে।

সাংবাদিক ভাইদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আমাদের এই দাওয়াত কচুয়ার প্রতিটি ভোটারের নিকট পৌঁছে দিবেন। যাতে আগামীদিনের জনসভা বিশাল জনসমাগমের মাধ্যমে সাফল্যমণ্ডিত হঢ। বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনে অংশগ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে, প্রশিক্ষিত কর্মী গঠন করে দুর্নীতিমুক্ত দেশ গঠন এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্যমুক্ত নাগরিক সুবিধা বাস্তবায়ন করা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা, জুলুমমুক্ত সমাজ গঠনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, সন্ত্রাস, মাদক, চুরি-ডাকাতি ও রাহাজানি বন্ধ করা, পরিশেষে কোরআন সুন্নাহভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, পৌর শাখার সভাপতি মুফতি মাওলানা রিয়াসুল হক মজুমদার, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্যাহ, সিনিয়র সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, খেলাফত মজলিস নেতা আবুল বারাকাত প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়