বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ২১:২৯

পুরাণবাজারের অপু মণ্ডলের অকাল মৃত্যু

স্টাফ রিপোর্টার
পুরাণবাজারের অপু মণ্ডলের অকাল মৃত্যু

চাঁদপুর অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডলের ভাতিজা ও সংস্কৃতি কর্মী প্রয়াত সত্যনারায়ণ মণ্ডলের বড়ো ছেলে অপু মণ্ডল (৩৮) কঠিন রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন পরপারে। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি।

২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)। মৃত্যুকালে স্ত্রী, একমাত্র সন্তান, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ৯ টার সময় তার অন্ত্যেষ্টিক্রিয়া চাঁদপুর পৌর মহাশ্মশানে সম্পন্ন হয়।

পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দির কমিটির অন্যতম সদস্য ছিলেন অপু মণ্ডল। তিনি মেট্রো সিমেন্ট কোম্পানিতে চাকরি করতেন।

অপু মণ্ডলের অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার সদগতি কামনা করছেন পরিবারবর্গ ও বন্ধুমহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়