প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ২২:৫৫
মাইলস্টোন স্কুল ও কলেজের হতাহতদের স্মরণে রামগঞ্জে দোয়া

সোমবার (২১জুলাই ২০২৫) ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে বুধবার (২৩ জুলাই) এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীদের সমন্বয়ে শোকসভা করা হয়। মাহফিলে ধর্মীয় শিক্ষক ইসমাইল বিন শহীদুল্লাহ দোয়া পরিচালনা করেন এবং একাডেমির শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন এবং সম্মিলিতভাবে প্রার্থনা করেন, যেন আল্লাহ্ তায়ালা এই কঠিন সময়ে নিহতদের পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।