বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৬:১১

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

কামরুজ্জামান টুটুল
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

হাজীগঞ্জে মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে গত ২১ জুলাই সোমবার মাদ্রাসা ও ভোকেশনাল থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অনুরূপ সংবর্ধনা প্রদান করে কলেজটি।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন তাঁর সভাপতির বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং কলেজের বৈশিষ্ট্য ও বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক নাজমা আক্তার, মোহাম্মদ মাকছুদুর রহমান, শ্রীকৃষ্ণ দে, মো. সেলিম মিয়া, মো. বেলাল হোসেন ও মো. আতিকুর রহমান, অভিভাবকদের মধ্যে মো. জসিম উদ্দিন ও সোহেল আহমেদ চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের মধ্যে শেখ নুরজাহান আক্তার ও ফারিহা।

প্রভাষক মো. মাসুদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শেখ মিজানুর রহমান ও গীতা থেকে পাঠ করেন শুভ রঞ্জন দাস। বক্তব্যের পূর্বে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বক্তব্য শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য অতিথি, কলেজের শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়