প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৬:১৪
ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

ফরিদগঞ্জে পানিতে ডু্বে সাইমা আক্তার নামে ১৬ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাইমা আক্তার ওই গ্রামের মো. মোক্তার হোসেনের মেয়ে।
|আরো খবর
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, সাইমা আক্তার নামের এই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এখন গরম পড়ছে, তাই শিশুদের পরিবারকে আরো সচেতনতার সাথে শিশুদের গতিবিধি লক্ষ্য করার জন্যে পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।