প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৩:০৫
ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে শাহরাস্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে শাহরাস্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ব্র্যাক। বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন শাহরাস্তি পৌর প্রশাসক নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, পৌর প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. মঈনুল ইসলাম কাজল, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির শাহরাস্তি প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক, জলবায়ু পরিবর্তন ও ব্র্যাক স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান।
শাহরাস্তির ব্র্যাক প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন জানান, চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বংশ বিস্তার রোধে এ অভিযান পরিচালিত হচ্ছে। এতে উপজেলা জুড়ে সচেতনতার লক্ষ্যে প্রচার চালানো হচ্ছে। এছাড়াও ২০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মশার বংশবিস্তার ধ্বংস করা হচ্ছে।