শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:২৭

চাঁদপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর প্রেসক্লাবের  শীতবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানবিক ও সেবামূলক কাজ হিসেবে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে দুই শতাধিক কম্বল বিতরণ করেন প্রেসক্লাবের নেতারা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এ সময় জেলা প্রশাসক বলেন, চাঁদপুর প্রেসক্লাব শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করেছে, তা মহতী উদ্যোগ। যারা শীতবস্ত্র পাচ্ছেন, আপনারা সবার জন্যে দোয়া করবেন।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সাবেক সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাশার, ইকবাল হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল সালাম আজাদ জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য মুনির চৌধুরী, আব্দুল আউয়াল রুবেল, মনোয়ার কাননসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়