প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২০:০৩
পুরাণবাজার পাক ফার্মেসির মালিক হৃদরোগে আক্রান্ত : ঢাকা প্রেরণ
চাঁদপুর শহরের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী, পুরাণবাজার পাক ফার্মেসির মালিক, কবি, গীতিকার ও লেখক বিএম ওমর ফারুক হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) বিকেল সাড়ে তিনটার সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পাশের দোকানিরা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা অাশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক ঢাকা হৃদরোগ হাসপাতালে রেফার করেন। এ তথ্য নিশ্চিত করেন তার বড়ো ছেলে হিমেল।
জানা যায়, বিএম ওমর ফারুক অন্যান্য দিনের মতো দোকানে দুপুরের খাবার খেয়ে দোকানেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে তিনি বুকের ব্যথা অনুভব করে পড়ে যান। এ অবস্থায় সামনের দোকানের ছোবহানসহ অন্যরা সাথে সাথে হাসপাতালে নিয়ে যান। এ সময় তিনি বমি করেন।
উল্লেখ্য, বিএম ওমর ফারুক চাঁদপুর শহরের গুয়াখোলা নিবাসী মরহুম শামসুল হক সিদ্দিকীর মেজো ছেলে এবং উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকীর বড়ো ভাই। 'আল্লাহ তাকে শেফা দান করুক, তিনি যেন সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারেন' এজন্যে সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারবর্গ।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় বিএম ওমর ফারুকের ভাই শাহজাহান সিদ্দিকী জানিয়েছেন, তাঁর ভাইকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে।