প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০২:২৪
বিএনপির কড়া হুঁশিয়ারি: বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কোভিদ রিজভীর স্বাক্ষরিত এক প্রেস- বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
|আরো খবর
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৯ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য আবারও জানানো যাচ্ছে যে, বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি কিংবা কোনো অন্তর্বর্তী কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যুক্ত করা যাবে না।
কিছু গোপন উদ্দেশ্যের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংস্থার কয়েকজন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নামের সাথে নিজেদের জড়ানোর অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এসব কর্মকাণ্ড বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করার প্রয়াসে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে। সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনে দলের গঠনতন্ত্র ও নির্দেশিকা অনুসরণের জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।
এছাড়া আরও লক্ষ্য করা যাচ্ছে যে, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন গোপন সংগঠন, বিভিন্ন অসাধু গোষ্ঠী তাদের অপতৎপরতা চালাচ্ছে। এই অপতৎপরতা যাতে কোনো অবস্থাতেই দলে অনুপ্রবেশের সুযোগ না পায়, সেজন্য দলের উচ্চপর্যায় থেকে সাবধান করা হচ্ছে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর প্রতি দলের এই নির্দেশিকা যথাযথভাবে অনুশীলন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্বাক্ষর :অস্পষ্ট
(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
প্রতিবেদন :মো. জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপি।
ডিসিকে/এমজেডএইচ