প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় চাঁদপুরেও চলছে ৭ দিনের কঠোর লকডাউন। সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও নৌপুলিশ তৎপর থাকায় শহরের অনেক রাস্তাই এখন ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না কেউ। লকডাউনের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার হওয়ায় শহরের অনেক রাস্তা বেশি ফাঁকা দেখা যায়। তাই এই সুযোগে ফাঁকা রাস্তা পেয়ে এভাবেই ক্রিকেট খেলতে নেমে পড়ে এলাকার ছেলেরা। ছবিটি শুক্রবার বিকেলে পুরাণবাজার ব্রিজের গোড়া থেকে তুলেছেন মিজানুর রহমান।