প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০
শাহরাস্তি থানা পুলিশের মাসব্যাপী মাদক বিরোধী অভিযান
৪ শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ১৬ জন আটক ॥ ১১টি মামলা দায়ের
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাসব্যাপী অভিযান পরিচালনা করেছে শাহরাস্তি থানা পুলিশ। শাহরাস্তি উপজেলার শীর্ষ মাদক কারবারিসহ ১৬ জনকে আটক করা হয়েছে। এতে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক জানা যায়, চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে কচুয়া সার্কেলের নির্দেশনায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে শাহরাস্তির শীর্ষ মাদক কারবারি পৌর এলাকার উপলতা গ্রামের কাজী খোকন ওরফে সিস্টেম খোকন, পৌর এলাকার শ্রীপুর গ্রামের শীর্ষ মাদক কারবারি নুরুজ্জামান সুমন, টামটা দক্ষিণ ইউনিয়নের দোফল্লা গ্রামের মনির হোসেন মনা, পৌর এলাকার উপলতা গ্রামের খোরশেদ আলমকে আটক করে শাহরাস্তি থানা পুলিশ। এরা শাহরাস্তি উপজেলার শীর্ষ মাদক কারবারি, তাদের বিরুদ্ধে হত্যাসহ নানা ধরনের একাধিক মামলা রয়েছে। এছাড়াও মাদকের সাথে জড়িত থাকায় ইয়াবা ও গাঁজাসহ পুলিশ আরো ১২ জনকে আটক করে। মাসব্যাপী এ অভিযানে তাদের বিরুদ্ধে শাহরাস্তি থানা পুলিশ ১১টি মামলা দায়ের করে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক এ উপজেলায় শূন্যের কোটায় নিয়ে আনা হবে। এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান বিগত মাস গুলোর চাইতে উল্লেখযোগ্য।
|আরো খবর
শাহরাস্তি থানার ওসি (তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়া জানান, পুলিশ সুপারের নির্দেশে কচুয়া সার্কেলের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে আমরা এই অভিযান পরিচালনা করি। মাদকের হার শূন্যের কোটায় নামিয়ে না আনা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মান্নান বলেন, বর্তমান পুলিশ সুপার যোগদানের পর ঘোষণা দিয়েছেন এ জেলায় মাদক থাকবে না। আমরা পুলিশ সুপারের নির্দেশ পালন করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, শাহরাস্তি উপজেলা থেকে মাদক নির্মূল করা হবে। এজন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।