প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রথমদিন কার্যকর লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণরোধে সারাদেশের সাথে চাঁদপুরেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ তথা লকডাইন। দিনটি বৃষ্টিস্রোত হওয়ায় লকডাইন কার্যকর করার ক্ষেত্রে সহায়ক হয়। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রথমদিন চাঁদপুরে কার্যকর লকডাউন হয়েছে।
|আরো খবর
প্রথমদিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়ন করতে ভোর থেকে মাঠে ব্যাপক তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। শহরে ও উপজেলা সদরের রাস্তাগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও জেলা-উপজেলা প্রশাসনের মোবাইলকোর্ট ছিলো বেশ তৎপর। বেলা ১টার পর বৃষ্টি নামলে আর থামাথামি নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যার আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে। পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেছে। সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী ও বিজিবিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরাট গাড়িবহর রাস্তায় বের হয়। তাঁরা বিভিন্ন সড়ক মহড়া দেন। বড়স্টেশন মোলহেড এলাকায় নৌ পুলিশ ও রেলওয়ে থানা পুলিশ লকডাউন বাস্তবায়নে তৎপর ছিলো।
সরজমিনে দেখা যায়, অতিপ্রয়োজনীয় যানবাহন যেমন রিকশা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গণপরিবহন ছিলো সম্পূর্ণ বন্ধ। শহর এলাকা অনেকটাই ফাঁকা ছিলো। তবে নানা অজুহাতে রাস্তা বের হয়েছেন কিছু মানুষ। জেলা প্রশাসনের কর্মকর্তারাও সকাল থেকে মাঠে থেকে লকডাউন বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
লকডাউন বিষয়ে পুলিশ সুপার মিলন মাহমুদ সাংবাদিকদের জানান, চাঁদপুরে সংক্রমণ বাড়ছে। বুধবার ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারঘোষিত লকডাউন কার্যকর করতে চাঁদপুর জেলার সকল থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টের পাশাপাশি বিশেষ টহল দেয়া হচ্ছে। আমি নিজে লকডাউন কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেছি। পুলিশ সুপার সরকারি বিধি-নিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধানসহ ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন।
চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা কুমিল্লা সেনানিবাসের কর্নেল খায়ের জানান, সারাদেশে করোনা পরিস্থিতি ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। সরকার এটি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সিভিল প্রশাসনকে সহায়তার জন্যে সেনাবাহিনী মাঠে কাজ করছে। সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে যে নির্দেশনা দেয়া হয়েছে, সেটি যাতে সবাই পালন করে সে অনুরোধ রাখছি।
কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সপ্তাহব্যাপী জারিকৃত এ নির্দেশনা চাঁদপুরেও সর্বাত্মক বাস্তবায়নে মাঠে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।