শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ নয়াহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ১

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জ নয়াহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ১

ফরিদগঞ্জের নয়াহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় হাজী নাছির নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২ অক্টোবর সন্ধ্যায় মামলার তদন্তকারী এসআই নাছির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। ৩ অক্টোবর বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটক হাজী নাছির উপজেলায় কাঠ নাছির নামে পরিচিত। তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বিগত ক্ষমতাসীন সরকারের আমলে আওয়ামী লীগে যোগদান করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর খুব কাছের মানুষ ছিলেন তিনি। এ সময় ক্ষমতার অপব্যবহার করে মানুষকে হয়রানি করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে ২৯ সেপ্টেম্বর নয়াহাট বাজারে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ২ অক্টোবর জামাল গাজী বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারকে প্রধান আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২। ২.১০.২০২৪।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সরকার জানান, নয়াহাটে মারামারির ঘটনায় জামাল গাজী বাদী হয়ে একটি মামলা করেন। ঐ মামলায় নাছির নামের একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়