প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
নবীকে কটূক্তির প্রতিবাদে বিজেপি নেতা রামগিরি মহারাজের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি ও বিজেপির সংসদ সদস্য নিতেশ রানের মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার ক্যাম্পাস এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসার সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমামণ্ডমুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তুলাতলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনি, মুফতি ফেরদৌস আল আজাদ, মাওলানা আবুল হাসান মোঃ সাইফুল্লাহ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুমিনুল ইসলাম খাঁন। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা।