প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
বড়ো স্টেশন পর্যটন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুই গ্রুপ মুখোমুখি
পর্যটন এলাকা হিসেবে খ্যাত চাঁদপুর বড়ো স্টেশন শহর রক্ষাবাঁধের মোলহেডের নিয়ন্ত্রণ নিতে এবং এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, রেলওয়ে বড়ো স্টেশনের ওই পর্যটন এলাকায় অনেক দোকানপাট ও শিশুদের বিনোদনের রাইড রয়েছে। আগে এসব স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে ছিলো। ৫ আগস্ট দেশের পটপরিবর্তনে সেখানকার শিশু রাইডগুলো চালানো বন্ধ রাখা হয়। এখন সেখানে রাইডগুলো চালানো ও দোকানপাটের নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে যে কোনো সময় সংঘাতের আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল।