প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে সম্প্রীতি সমাবেশ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে। আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানি, সাবেক যুগ্ম-সম্পাদক এএম টুটুল পাটওয়ারী, ফায়ার সার্ভিসের বিল্লাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত । সকল ধর্মের মানুষ একে অপরের অনুষ্ঠানকে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করে। আসন্ন দুর্গা পূজায়ও আমরা সকলে মিলে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনে সকলকে সার্বিক সহযোগিতা করতে হবে। মনে রাখতে হবে, দুর্বৃত্তরা সুযোগ খুঁজবে। কিন্তু আমরা যদি সচেতন হই, তবেই কেউ কোনোরূপ ক্ষতিসাধন করতে পারবে না। আবহমান কাল থেকে আমাদের সম্প্রীতির যেই অনন্য নিদর্শন রয়েছে তা আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে।