প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুরের নেতৃবৃন্দের মতবিনিময়
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ গাজীর নেতৃত্বে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ, পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কামাল উদ্দিন, সহ-সভাপতি বোরহান খান, ডাঃ সোহেব আহম্মেদ কাজল, ডাঃ অলিউর রহমান,
অধ্যক্ষ মো. শোয়ায়েব, অধ্যাপক মজিবুর রহমান, আনোয়ার হোসেন মাঝি, আনোয়ার হোসেন বাচ্চু, মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. জসিম মেহেদী, এমদাদুল হক মিলন, প্রচার সম্পাদক মো. কাউছার আহম্মেদ ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুহিনুর রশিদ, সহ. আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শিরিন আক্তার সুপ্তা, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন বেগম, সহ. মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার, সাবিনা আক্তার, সদস্য অধ্যাপক মোতাহের হোসেন খান, মো. আঃ কাদির রাড়ী, তাসলিমা বেগম, মো. আলাউদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী ও শাহাবুদ্দিন ভূঁইয়া।