শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মতলব উত্তরে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মতলব উত্তর উপজেলায় দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুরের উপ-পরিচালক সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার আশ্রাফুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুপ্রক-এর সদস্য একেএম তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আফজাল খান।

অনুষ্ঠানে উপজেলার সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক সচেতনতা সৃষ্টি না হলে শুধু আইন দিয়ে দুর্নীতি কমানো সম্ভব নয়। আর দুর্নীতি রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়, উন্নয়ন হলেও তা টেকসই হবে না। দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর এ বিষয়ে ছাত্র ও তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।দুর্নীতিকে মনেপ্রাণে ঘৃণা করতে হবে।আগামীর বাংলাদেশকে সাজাতে ছাত্র ও তরুণ সমাজকেই বেশি দায়িত্ব নিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়