শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ইব্রাহিমপুরে যুবদল নেতার বসতবাড়িতে আগুন ॥ থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
ইব্রাহিমপুরে যুবদল নেতার বসতবাড়িতে আগুন ॥ থানায় অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাদশা মিয়ার বসতঘরে প্রতিপক্ষরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় যুবদল নেতা বাদশা মিয়া চাঁদপুর সদর মডেল থানায় শাহাদাত মিজি, সাদ্দাম মিজি, মোস্তফা মিজি, ইয়াসিন মিজিসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত সোমবার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আগুনে বাদশা মিয়ার বসতঘর পুড়ে গেছে এবং প্রায় কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাদশা মিয়া জানান, আসামীগণ আওয়ামী নামধারী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। পূর্বের মতো সন্ত্রাসী কার্যকলাপ যথাক্রমে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, দাঙ্গা হাঙ্গামা, মাদক সেবন ও বিক্রি করাই তাদের একমাত্র নেশা ও পেশা। আসামীদের ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলে সাহস করে কেউ কোনো কথা বলে না। আমি ও অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা। আমি একজন স্থানীয় বাজারের পাইকারী মুদি ব্যবসায়ী। আমার বসতবাড়ির পশ্চিম উত্তর পার্শ্বের রাস্তা সংলগ্ন ঘর রয়েছে। সেই ঘরে উল্লেখিত আসামীরাসহ প্রথমে ভাংচুর করে পরে আগুন ধরিয়ে দেয়। আগুনে আমার ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্ত বাদশা মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়