প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৩০
বিষ্ণুপুরে জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল খানের ব্যস্ততা
শহীদ নিশানের কবর জিয়ারত ও লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুলসহ অন্য নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে
এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট রেহানা আক্তার কচি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজুসহ বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন বিএনপির টিম লিডার হিসেবে জসিম উদ্দিন খান বাবুল প্রথমে
ঢাকার রাজপথে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণকারী বিষ্ণুপুর ইউনিয়নের শহীদ নিশান খানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও কবর জিয়ারত করেন।