প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৩৫
কৃষি জমির মাটি কাটার অপরাধে ব্যবসায়ীর ২ মাসের কারাদণ্ড
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী উপজেলার শোরসাক মাঠে অভিযান পরিচালনা করেন । এ সময় এক্সকেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কেটে নেয়ার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরটি জব্দ করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, দুদিন আগে তোফাজ্জল হোসেন কৃষি জমির মাটি কাটবেন না মর্মে মুচলেকা দিয়ে যান। কিন্তু দুদিন পার না হতেই তিনি আবারও মাটি কাটা শুরু করেন। মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।