প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:১৬
ফরিদগঞ্জে প্রেসক্লাবের আনন্দ ভ্রমণপরবর্তী র্যাফেল ড্র
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণপরবর্তী র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) বিকেলে প্রেসক্লাবের হল রুমে র্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ী হন প্রেসক্লাবের সদস্য এফ এ মানিক। প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের যৌথ সঞ্চালনায় র্যাফেল ড্রতে অন্য বিজয়ীরা হলেন : দ্বিতীয় মশিউর রহমান, তৃতীয় মামুন হোসাইন, চতুর্থ এখনো নাম পাওয়া যায়নি, পঞ্চম নুরুন্নবী নোমান, ৬ষ্ঠ মশিউর রহমান, ৭ম মামুনুর রশিদ পাঠান, ৮ম ও ৯ম আনিছুর রহমান সুজন, ১০ম আব্দুস ছোবহান লিটন, ১১তম মামুনুর রশিদ পাঠান, ১২তম মামুন হোসাইন, ১৩তম আব্দুস ছোবহান লিটন, ১৪তম মো. মহিউদ্দিন ও ১৫তম মামুনুর রশিদ পাঠান।
র্যাফেল ড্র চলাকালীন প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।