প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২০
রাজরাজেশ্বরে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন রাজরাজেশ্বর ইউনিয়নের দুঃস্থ ও অসহায় জেলে পরিবারসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) দুপুরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় তিনি বলেন, মানুষ মানুষের জন্যেই। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্যে সমাজের অসহায়-পীড়িতদের জন্যে কিছু করা দরকার। যার যার অবস্থান থেকে আমরা এগিয়ে আসতে পারি। দাঁড়াতে পারি মানুষের পাশে।
জেলা প্রশাসনের এমন কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।