শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’ পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘শত বছরের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার পাঁয়তারা চাঁদপুর ইসকনের’ শিরোনামে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। স্বার্থান্বেষী মুনন্সেফপাড়া নিবাসী অজিত সাহা গং উদ্দেশ্যমূলকভাবে প্রকৃত বিষয় আড়াল করে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে উক্ত সংবাদ প্রকাশ করায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-এর ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বিশ্বব্যাপী বিস্তৃত একটি ধর্মীয় সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় সংস্থাটি চাঁদপুর জেলাসহ সারা বাংলাদেশে সনাতন ধর্ম প্রচার, সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি চাঁদপুর পৌর এলাকার সি.এস. ৪৪০, ৪৪৭, ৪৪৮, আর.এস. ২০৬০, ২০৬১, ২০৬৫, বি.এস ১১৫৪৭, ১১৫৪৮, ১১৫৭০ দাগে মোট .৩০২৭ একর ভূমি অরুণাংশ দত্ত গং হতে খরিদসূত্রে মালিক হয়। বর্ণিত খরিদা ভূমি বিক্রেতা কর্তৃক সরজমিনে দখল বুঝিয়ে দেয়ার সময় সার্ভেয়ার কর্তৃক পরিমাপ করে দেখা যায় যে, মুন্সেফপাড়া নিবাসী অজিত সাহা গং বর্ণিত অরুনাংশ দত্ত গং হতে বি.এস. ১১৫৪৭ দাগে .০৪৯২ একর ভূমি খরিদ করলেও অরুণাংশ দত্ত গং-এর মালিকানা (যা খরিদসূত্রে বর্তমানে ইসকন সংস্থা মালিক) ভূমিসহ .০৫২৫ একর ভূমিতে দালান গৃহ নির্মাণক্রমে .০৬ একর ভূমি জবর দখল করে রেখেছে। ওই সময় উক্ত ভূমি পরিমাপের সময় অজিত সাহা গং উপস্থিত থেকে তাদের জবরদখলকৃত ভূমি ইসকন চাঁদপুর সংস্থাকে বুঝিয়ে দিবে মর্মে মৌখিক অঙ্গীকার করে। তৎপর ইসকন চাঁদপুর সংস্থা তাদের খরিদা ভূমিতে ভক্ত নিবাস নির্মাণ করার লক্ষ্যে চারিপাশে অস্থায়ী বেড়া নির্মাণ কাজ আরম্ভ করলে উক্ত অজিত সাহা গং কতেক সন্ত্রাসী লোকসহ লোহার রড ইত্যাদি নিয়ে আক্রমণ করলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিলে কাজ বন্ধ রাখা হয়। তৎপর অজিত সাহা গং তাদের জবর দখলকৃত ভূমি বে-আইনীভাবে আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রচার করিয়েছে।

প্রকৃত অর্থে এলাকায় স্থানীয়দের মাঝে ইসকনের কার্যক্রম সম্পর্কে কোনো ক্ষোভের সৃষ্টি হয়নি বরং এলাকার স্থানীয় লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইসকন, চাঁদপুরের সকল কার্যক্রম শান্তিপ্রিয়ভাবে পরিচালিত হয়ে আসছে। তাছাড়া বর্ণিত ভূমির উত্তর পার্শ্বে অবস্থিত কুমিল্লা রোড ব্যতীত আর কোনো রাস্তা না থাকা সত্ত্বেও প্রচারিত সংবাদে শত বছরের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা করার পাঁয়তারা করছে মর্মে উল্লেখ করা হয়েছে, যা সরজমিনের বিপরীত। কেননা ইসকনের ক্রয়কৃত ওই জায়গার উপর দিয়ে স্থানীয় কোনো লোকজন আসা-যাওয়া করে না। কেবলমাত্র অজিত সাহার পারিবারিক লোকজনই ইসকনের ক্রয়কৃত জায়গার উপর দিয়ে যাওয়া আসা করছে। উল্লেখ্য যে, অজিত সাহার জায়গায় যাওয়া-আসার জন্যে ইসকনের ক্রয়কৃত জায়গা ব্যবহার করা ছাড়াও উত্তর পাশে কুমিল্লা রোড নামক মেইন রোড হিসেবে রয়েছে। বিগত ১২/০৭/১৯৮৪ খ্রিঃ যখন পরিমাপ করা হয় তখন তার বাড়ির মুখ হচ্ছে ৩৭ ফুট প্রস্থ। বর্তমানে রয়েছে ৪০.০৬ পয়েন্ট। এখানে আরো উল্লেখ্য যে, প্রচারিত সংবাদে বলা হয়েছে, বিষয়টি মীমাংসার জন্যে ইসকন কর্তৃপক্ষের সাথে বৈঠক হয়েছে। প্রকৃতপক্ষে বৈঠকে জবরদখলকারী অজিত সাহা গংয়ের দখলকৃত ভূমির দাবি ছেড়ে দেয়ার দাবিতে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় মীমাংসা হয়নি।

তাই সকলের সদয় অবগতির জন্যে প্রকৃত বিষয় তুলে ধরা হলো।

---জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী (জীবন),

সভাপতি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), চাঁদপুর জেলা শাখা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়