প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অবশেষে কলেজে আসলেন সেই আওয়ামী লীগ নেতার স্ত্রী
যোগদান করলেন না কাজে
অবশেষে কলেজে এলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল খায়ের পাটওয়ারীর স্ত্রী তানিয়া খাতুন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর শেষে কলেজের অধ্যক্ষের কক্ষে কিছুক্ষণ অবস্থান করে বেলা সাড়ে ১২টার দিকে তিনি চলে যান। ২২ সেপ্টেম্বর রোববার চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় বক্স আইটেমে তাকে নিয়ে প্রকাশিত নিউজের জের টেনে সাংবাদিকদের তিনি বলেন, আমার বিষয়ে পত্রিকায় যা প্রকাশিত হয়েছে, বিষয়টি এমন নয়। শারীরিক অসুস্থতার কারণে কখনো কখনো কলেজে অনুপস্থিত থাকতে হয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে কলেজে অনুপস্থিত থাকা, হাজিরায় স্বাক্ষর, বেতন উত্তলন এবং পিআরএল-এ থাকার বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
পিআরএল-এ থাকা একজন কর্মকর্তার কলেজে হাজির হয়ে স্বাক্ষর করার প্রয়োজনীয়তা এবং ৫ আগস্টের পর কলেজে অনুপস্থিত থেকে ২৩ সেপ্টেম্বরে কাজে যোগদানের বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করা হবে, অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থাগ্রহণ করা হবে কিনা, অধ্যক্ষ মহোদয় এ অনিয়মের দায় এড়াতে পারেন কিনা--এসব বিষয় জানতে ফোন দেয়া হলে কলেজের অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ বলেন, আমার কোনো বক্তব্য নেই।