শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা পরিষদে প্রবেশের রাস্তার বেহাল দশা

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর উপজেলা পরিষদে প্রবেশের রাস্তার বেহাল দশা

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদ সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল দশাপ্রাপ্ত হয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ রাস্তায় চলাচল করতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের পুকুর পাড়টি সম্প্রতি উন্নয়ন-সংস্কার করে দৃষ্টিনন্দন করা হয়েছে। কিন্তু পরিষদের মসজিদ লাগোয়া পাকা রাস্তার পিচ ঢালাই ও পাথর উঠে গিয়ে বড়ো বড়ো গর্তে নালায় পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে রাস্তা জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের জন্যে ড্রেন নেই।

এতে করে সড়কটি মানুষের চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার ওপর জমে থাকা কাদা- পানি ডিঙ্গিয়ে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মসজিদের মুসল্লি, পাশের সরকারি টেকনিক্যাল কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ জনসাধারণকে পথ চলতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, উপজেলা পরিষদের জন্যে গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা আরো জানান, এই সড়কটি দিয়ে মন্ত্রী, এমপি, ডিসি, ইউএনও, মেয়র সহ জেলার অনেক নীতিনির্ধারক যাতায়াত করে থাকেন। এরপরও এই রাস্তাটির মাসের পর মাস এমন বেহাল অবস্থায় থাকাটা দুঃখজনক। রাস্তাটি উন্নয়ন বা সংস্কার হলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের কর্মকর্তা, পাশের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের চলাচলের পথ সুগম হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়