শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সড়ক বিভাগের টনক নড়েনি, নড়েছে সমিরণ দত্তের
অনলাইন ডেস্ক

চাঁদপুর সড়ক বিভাগের অধীনে শাহরাস্তি উপজেলার ছিখটিয়া ব্রিজের গোড়ায় সৃষ্ট হওয়া বিশাল গর্তটি নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশিত হলেও চাঁদপুর সড়ক বিভাগ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

সংবাদ প্রকাশের পর অনেকেই গর্তটি দেখতে আসেন। সড়কের পাশর্^বর্তী সিগারেট বিক্রেতা হান্নান মিয়া সড়ক বিভাগের কাউকেই এখানে আসতে দেখেননি।

সংবাদ দেখে এগিয়ে আসেন সকলের পরিচিত মুখ সমিরণ দত্ত। ৭ সেপ্টেম্বর বিকেলে তিনি কল করে গর্তটির বিষয়ে জানতে চান। সড়কে বোন ও প্রিয়জন হারানো সমিরণ দত্ত সড়কের সমস্যা শুনলেই আঁতকে উঠেন।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজ উদ্যোগে লাল পতাকা ও সতর্ক বাণী সাঁটিয়ে দিয়েছেন তিনি। তেমন করে দুর্ঘটনার কবল থেকে মানুষদের রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিকেলে তিনি নিজেই গর্তটির পাশে গিয়ে লাল নিশান উড়িয়ে দিয়েছেন।

তিনি জানান, সংবাদ প্রকাশের পর যাদের এগিয়ে আসা উচিত ছিল, তারা না আসায় আমাদের এই কাজটি করতে হয়েছে। যদিও এ কাজটি আমাদের নয়। আমরা আমাদের জায়গা থেকে কিছুটা দায়িত্ব পালন করতে চেষ্টা করছি। আশাকরি সড়ক বিভাগ তাদের দায়িত্ব পালন করবে। তিনি এজন্য প্রয়োজনে জেলা প্রশাসক মহোদয়ের শরণাপন্ন হবেন বলে জানান।

প্রতিদিন ছিখটিয়া ব্রিজ ঘিরে শত শত মানুষের উপস্থিতি ঘটে এখানে। মানুষের কোলাহলে মুখরিত থাকে পুরো এলাকা। বর্তমানে এখানে যানবাহনের চাপও আগের চাইতে অনেক বেশি। তাই এখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। অতি দ্রুত এ বিষয়ে চাঁদপুর সড়ক বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এটাই স্থানীয়দের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়