প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
৬ সেপ্টেম্বর সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটুআই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ব্র্যান্ডিংয়ের আওতায় ‘বেকারমুক্ত জেলা’ তৈরির লক্ষ্যে সরকারি-বেসরকারি দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান, শিল্প-প্রতিষ্ঠান ও বেকার যুবকদের সমন্বয়ে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক একটি ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
তিনি বলেন, তরুণ, যুবক-যুবতীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্যে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে মোটিভেশন দরকার। এ সমস্ত তরুণ উদ্যোক্তা হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ এমনকি সরকারের ইনোভেশন তথা বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সেলিনা পারভেজ।
বক্তারা কর্মশালায় তরুণ ও যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে যথাযথ মোটিভেশনের ওপর গুরুত্ব দেন। একই সাথে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে চতুর্থ শিল্প বিপ্লবের কারণে বিশ^ব্যাপী বিভিন্ন ধরনের যেসব নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তার সাথে বাংলাদেশের তরুণদের উপযোগী করে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর আলোকপাত করেন। চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ‘ইলিশের বাড়ি চাঁদপুর’কে কাজে লাগিয়ে এ জেলায় উদ্যোক্তা সৃষ্টির নানামুখী সম্ভাবনার দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিরউদ্দিন সরোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হাসানসহ চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের ৪০ জন উদ্যোক্তা এবং যুবক।