প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ফরিদগঞ্জে পালিত হয়েছে। এ বছর দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা এবং ফরিদগঞ্জে টানা ভারি বর্ষণে মারাত্মক জলাবদ্ধতার কারণে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ জন্মাষ্টমীর উৎসব সংক্ষিপ্ত করেছে। র্যালি বাদ দিয়ে পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখে কর্মসূচি। এদিকে জন্মাষ্টমীর উৎসব সংক্ষিপ্ত করায় বেঁচে যাওয়া অর্থ উপজেলায় জলাবদ্ধতার শিকার হয়ে দুর্ভোগে থাকা লোকজনের মাঝে বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন দাস বলেন, মানবতাই হলো বড় ধর্মের কাজ। দেশের এবং নিজের এলাকার মানুষের দুর্যোগের মুহূর্তে পাশে দাড়ানোটাই আমাদের কাছে মুখ্য ছিল। উপজেলার প্রতিটি পূজামণ্ডপ কমিটিকে তাদের সাধ্যমত দুর্গতের পাশে দাঁড়ানোর জন্য বলেছি।