শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ সদর বাজারস্থ এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা ইশতিয়াক আকবর খান (২৬) গত ৫ সেপ্টেম্বর রোববার সকালে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি। তার পিতার নাম আব্দুল হান্নান।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন সকাল আটটায় ইশতিয়াক আকবর খান দাঁতব্রাশ করতে বাড়ি সংলগ্ন খালের পাড়ে যান। এ সময় আচমকা পা পিছলে খালের পানিতে পড়ে ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ওই খালে তার নিথর ভাসমান দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইশতিয়াক আকবর খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে ছয় মাস পূর্বে এনআরবিসি ব্যাংকের মতলব দক্ষিণ উপজেলা বাজার শাখায় কর্মকর্তা হিসেবে যোগদান করেন। মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামের বাড়ি থেকে তিনি ব্যাংকের কার্যালয়ে আসতেন। তিনি সাঁতার জানতেন না।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে এখনো অপমৃত্যুর মামলা হয়নি।

এনআরবিসি ব্যাংকের মতলব দক্ষিণ শাখার ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, ইশতিয়াক আকবর একজন ভালো কর্মকর্তা ছিলেন। তার এ মৃত্যু মেনে নেয়া যায় না। তার মৃত্যুতে এ শাখায় কর্মরত সকলেই গভীরভাবে শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়