প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার, বিজেএমসির সাবেক চেয়ারম্যান, চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক লেঃ কর্নেল আবু ওসমান চৌধুরীর আজ ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা মদনেরগাঁও ও তাঁর নিজ এলাকায় সেক্টর কমান্ডার্স ফোরাম ফরিদগঞ্জ শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ভূমি সচিব মোঃ মাকসুদুর রহমান পাটোয়ারী, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আবু ওসমান চৌধুরীর ভাতিজা উপ-সচিব মোঃ হাবিবুর রহমান জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।
উল্লেখ্য, আবু ওসমান চৌধুরী ২০২০ সালের এই দিনে ঢাকা সামরিক হাসপাতাল ইন্তেকাল করেন।