প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামী এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ১৩জনকে আটক করেছে। পরে গতকাল ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রাম থেকে মোঃ আবু হানিফ (২৯) ও মোঃ আমির হোসেন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪৫পিচ ইয়াবা উদ্ধার করে। একই রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রাম থেকে মোঃ নাছির হোসেন (২২)কে ৩শ’ পিচ ইয়াবাসহ আটক করে।
অন্যদিকে ঝিনাইগাতী থানার মামলা নং-০৭, তারিখ-২৯/১১/৯৯, ধারা-৩৭৯/৪২৭/৪১১ পেনাল কোড, জিআর নং-৮৯১/৯৯-এ ৬ মাসের সশ্রম কারাদ-প্রাপ্ত ও ১ হাজার টাকা জরিমানাকৃত আসামী মোঃ মাঈন উদ্দিনকে নিজ বাড়ি ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাটালী গ্রাম থেকে আটক করে পুলিশ।
এছাড়া একইদিন উপজেলার চির্কা গ্রাম থেকে আঃ গফুর বেপারী প্রকাশ রিপন (৩৭), খাজুরিয়া থেকে মোঃ আব্দুর রহমান (২৫), গাজীপুর থেকে হারুনুর রশিদ ঢালী (৫০), হর্নি দুর্গাপুর থেকে মোসাঃ রেনু বেগম (৩৫), বেহারীপুর থেকে মোঃ ফারুক আহাম্মদ (৫০), শোভান মোঃ মমিন তালুকদার (৪৭) এবং কাছিয়াড়া গ্রাম থেকে দুই সহোদর রাজু হোসেন ও আলমগীর হোসেনসহ মোট ৯জনকে পুলিশ বিভিন্ন মামলার ওয়াররেন্টভুক্ত আসামী হিসেবে আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন জানান, মাদকসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ৩ সেপ্টেম্বর শুক্রবার ওয়াররেন্টভুক্ত ১০জনসহ মোট ১৩জন আসামীকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।