প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
৩ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুর জেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন ৬৯ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ১৮.৩০ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ১৩ জনসহ জেলা এ পর্যন্ত করোনা শনাক্ত হলো ১৪৫৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৮৯৮ জন। মারা গেছেন ২৩০ জন, বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪০৩ জন।
শুক্রবার শনাক্ত হওয়া ১৩ জন হচ্ছে : চাঁদপুর সদর ১১ ও হাজীগঞ্জ উপজেলায় ২ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।