শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মোলহেডে বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র ও শহররক্ষা বাঁধ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডকে ঘিরে চাঁদপুর বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রের (প্রস্তাবিত) গেইট উদ্বোধন ও চাঁদপুর শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন।

গতকাল ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার সৌজন্যে নির্মিত চাঁদপুর বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রের গেইট শিক্ষামন্ত্রী ফিতা কেটে উদ্বোধন করেন এবং প্রাকৃতিক সৌন্দর্যম-িত স্থানটিসহ শহর রক্ষাবাঁধ পরিদর্শন করেন। পাশাপাশি তিনি সেখানে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের আয়োজনে চাঁদপুরে মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত ডিসপ্লে স্ট্যান্ড উদ্বোধন ও মাস্ক বিতরণ করেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরের মানুষ পরিবার-পরিজন নিয়ে এসে একটি মনোরম পরিবেশে মেঘনার পাড়ে সময় কাটাবে। এর জন্যে যারা এই স্থানটি সৃষ্টি করতে কাজ করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, মাননীয় রেলমন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। রেল মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা সবাই মিলে সমন্বিতভাবে এখানে মনোরম একটি পার্ক স্থাপন করবো ইনশাল্লাহ্ এবং আশাকরি সেই পার্কটি বঙ্গবন্ধুর নামেই হবে। মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং পৌরসভার সমন্বয়ে রেলমন্ত্রীকে সঙ্গে নিয়ে চাঁদপুর বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র আমরা উদ্বোধন করবো। মন্ত্রী বলেন, জনগণের স্বার্থে নিয়ম মেনেই সবকিছু করা হবে। কোনো সুন্দর কিছু সৃষ্টি করা কঠিন কাজ নয়, সেটা রক্ষা করা কঠিন কাজ। তিনি সবাইকে করোনাকালীন এই দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার অনুরোধ জানান।

এর আগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রের (প্রস্তাবিত) প্রধান প্রবেশ গেইটের পাশে একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর ডিএনসি’রর উপ-পরিচালক দিদারুল আলমসহ প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির আগমনে তাঁকে একনজর দেখার জন্যে সেখানে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়