প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনসহ ২৩টি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়। আগামী ১৩ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। করোনাকালে সকল নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। করোনার প্রাদুর্ভাব কমে আসায় স্থগিত উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উল্লাহ্ চৌধুরীর মৃত্যুতে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়। উপ-নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের একাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা দিলেও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের তেমন কোনো প্রার্থী লক্ষ্য করা যাচ্ছে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের উপ-নির্বাচন কতটা জমে উঠবে তা এখন দেখার বিষয়। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছে। কে হবেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।