শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০

বিশ্ব তামাকমুক্ত দিবসে আধূনিকের আলোচনা সভা ও র‌্যালি

স্টাফ রিপোর্টার ॥
বিশ্ব তামাকমুক্ত দিবসে আধূনিকের আলোচনা সভা ও র‌্যালি

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ‘আমরা ধূমপান নিবারণ করি’ (আধূনিক)-এর আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট, সিসিডিএস এবং ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সহযোগিতায় এই আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

গতকাল ৩১ মে শুক্রবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আধূনিক চাঁদপুর জেলা শাখার সভাপতি স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যাংকার মুজিবুর রহমানের পরিচালনায় সভাটিতে বক্তারা বলেন, আধূনিকের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। স্মরণ করি জাতীয় চার নেতাকে। প্রত্যেকটি শিক্ষা শুরু হয় তার ঘর থেকে। সব কিছুর উপকার ও অপকারিতা আছে। ধূমপানের কোনো উপকারিতা নেই, আছে শুধু অপকারিতা। নিজেকে যদি শেষ করে দিতে চান তাহলে ধূমপান করেন। আমরা চাঁদপুরকে তামাকমুক্ত করবো। আমরা মূলত এই অনুষ্ঠানটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে করে থাকি। এবারের প্রতিপাদ্য ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’। বক্তারা দাবি জানান যে, জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধি করতে হবে। বক্তারা বলেন, ১৯৯২ সালে চাঁদপুরে আমরা ধূমপান নিবারণ করি (আধূনিক) প্রতিষ্ঠিত হয়। আমরা মনে করি একজন নারী যদি সমাজের সঞ্চালক হতে পারে তাহলে পরিবার ভালো হবে। সন্তানদেরকে ছোটবেলা থেকেই আর্থিকভাবে প্রশ্রয় না দিলে তারা ধূমপান থেকে বিরত থাকবে। অতিরিক্ত ধূমপান করলে ফুসফুস নষ্ট হয়ে যায়। তাই ধূমপান থেকে বিরত থাকা প্রয়োজন। আমরা শুধু আলোচনা সভা আর সেমিনার না করে পথনাটক করে আরো জনসচেতনতা সৃষ্টি করতে পারবো। অনেকে সিগারেট ছেড়ে দিয়ে অতিরিক্ত জর্দ্দা দিয়ে পান খাচ্ছেন। অবস্থা যেন এমন : চুরি ছেড়ে দিয়ে ডাকাতি করছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক গোপাল চন্দ্র সাহা, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক বিপ্লব সরকার, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক প্রেসিডেন্ট মাহমুদা খানম, প্রাক্তন শিক্ষক দুলাল গোস্বামী, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, চাঁদের হাট সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম নয়ন, খ্রিস্টান মিশনারী স্কুলের সহকারী শিক্ষিকা ফৌজিয়া আক্তার পুতুল।

সভায় আরো উপস্থিত ছিলেন পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি মিতু আক্তার, সাধারণ সম্পাদক আফরোজা পারভীনসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়