শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফ্লাঃ লেঃ এবি সিদ্দিকের মৃত্যুবার্ষিকীতে মতলব দক্ষিণে আজ থেকে দু’দিনের কর্মসূচি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফ্লাঃ লেঃ (অবঃ) এবি সিদ্দিকের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবি সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে মতলব দক্ষিণ উপজেলায় দুদিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে এবং বিকেল ৩টায় তাঁর বাড়ি সংলগ্ন এলাকায় এবি ছিদ্দিক পাঠাগারের ভবন উদ্বোধন। পরদিন ৩ সেপ্টেম্বর মরহুমের ৯ম মৃত্যুবার্ষিকীর দিনে কবর জিয়ারত, বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া ও তবররুক বিতরণ করা হবে।

এবি সিদ্দিক ফাউন্ডেশনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, এবি সিদ্দিক ১৯২৭ সালে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া সরকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম হাসান আলী সরকার। ১৯৩৯ সালে তিনি বরদিয়া মধ্য ইংরেজি বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে মতলবগঞ্জ জে.বি. উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। ১৯৪৩ সালে মতলব স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাস করেন। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে সর্বোচ্চ নম্বরসহ ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ আলী জিন্নাহ ‘উর্দূই কেবল উর্দূই পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে’ ঘোষণা দিলে যে সব ছাত্র তার প্রতিবাদ করে, এবি সিদ্দিক তাঁদের একজন। ৩ সেপ্টেম্বর ২০১২ সালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন। জাতীয় সংসদ ভবনের সামনে মরহুমের প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া সরকার বাড়িতে দাফন করা হয়।

কর্ম ও রাজনৈতিক জীবন : এবি সিদ্দিক প্রথম কর্মজীবন শিক্ষকতা পেশার মাধ্যমে শুরু করলেও ১৯৫১ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করে বিভিন্ন বিমান ঘাঁটিতে কর্মকাল কাটানোর পর পূর্ব পাকিস্তান বিমান বাহিনীর রিক্রুটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তাঁর জন্মস্থান এলাকা থেকে তিনি অনেক যুবককে পাকিস্তান বিমান বাহিনীতে নিয়োগ দেন। ১৯৬৪ সালে তিনি স্বেচ্ছায় বিমান বাহিনী থেকে অবসর নিয়ে বাঙালির স্বার্থসম্পর্কিত সকল আন্দোলন ও কর্মকা-ে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭০ সালে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর মতলব থানার সভাপতি ও চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতা-সংগ্রাম শুরু হলে চাঁদপুর মহকুমার প্রধান সংগঠক হিসেবে মুক্তিবাহিনীর দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা-২১ আসনে থেকে এমপিএ, এমসিএ ও এমপি নির্বাচিত হন। তিনি কর্মজীবনে মতলব উচ্চ বিদ্যালয়, মতলব কলেজসহ একাধিক প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন।

এবি সিদ্দিক এলাকায় ২টি কলেজ, কয়েকটি উচ্চ বিদ্যালয় ও অর্ধশত প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। মতলবের বিখ্যাত ‘আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র’ স্থাপনে এবং প্রসারণে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মতলব উপজেলা শাখা ও চাঁদপুর জেলা শাখার উপদেষ্টাম-লীর সদস্য, মতলব দক্ষিণ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রধান উপদেষ্টা ও মতলবগঞ্জ জে.বি. উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়