শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

আদালতে হাজিরা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্য নেতা-কর্মীগণ। মঙ্গলবার ৩১ আগস্ট সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ফারহানা ইয়াসমিনের আদালতে জেলা বিএনপির আহ্বায়কসহ অন্য নেতা-কর্মীগণ হাজিরা দেন।

মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু জানান, চান্দ্রায় গাড়ি পোড়ানো ও ঘোষেরহাট এলাকায় গাড়ি পোড়ানো দুটি মামলায় জেলা বিএনপির আহ্বায়কসহ অন্য নেতা-কর্মীরা এ দুটি মামলায় হাজিরা দিয়েছেন। মামলা দুটি হচ্ছে এসসি-৭৬ ও সন্ত্রাস-১।

জেলা বিএনপির আহ্বায়ক আদালতে হাজিরা দিতে আসলে তার সাথে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা আদালত চত্বরে এসে উপস্থিত হন। এ দুটি মামলায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের নামে মামলা দায়ের করা হয় ২০১৫ সালে। দুটি মামলার সাথে জড়িত আসামিরা নিয়মিত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়