শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে করোনার টিকাদান কার্যক্রম বন্ধ
মিজানুর রহমান ॥

চাঁদপুরে ৩০ আগস্ট সোমবার থেকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ দুদিন নির্ধারিত তারিখের ভ্যাকসিন নিতে শত শত নারী-পুরুষ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে ভিড় করে। কিন্তু টিকা কার্যক্রমের কোনো লোকজন দেখতে না পেয়ে এবং টিকা দিতে না পারায় হতাশ হয়ে ফিরে যান তারা। টিকা কেন্দ্রের গেইটে একটি বিজ্ঞপ্তি সাঁটানো হয়েছে। তাতে লেখা রয়েছে ভ্যাকসিন স্বল্পতার জন্য টিকাদান কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।

কিন্তু কবে নাগাদ পুনরায় টিকা দেয়া হবে বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ না থাকায় বিভ্রান্তিতে পড়েন সাধারণ মানুষ। সরেজমিনে গিয়ে এ তথ্য জানা গেছে।

ক্ষুব্ধ মানুষরা জানান, জরুরি কাজ ফেলে টিকা দেয়ার জন্য কেন্দ্রে এসেছিলেন। টিকা কার্যক্রম বন্ধ থাকায় তারা টিকা নিতে পারেননি। কবে নাগাদ টিকা দেয়া শুরু হবে সেই তারিখও উল্লেখ না থাকায় বিভ্রান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা।

শুধু চাঁদপুর সদর হাসপাতালে নয়, উপজেলা পর্যায়েও টিকা কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, আমাদের কাছে টিকার মজুত শেষ হয়ে গেছে। নতুনভাবে টিকা প্রাপ্তির আবার দেয়া শুরু হবে। তবে, ঢাকায় সিনোফার্মার বিশ লক্ষ ভ্যাকসিন সোমবার রাতে পৌঁছেছে। সেগুলো প্রসেসিং করে জেলায় জেলায় আসতে দুই-তিনদিন সময় লাগবে। আশা করি আগামী শনিবার থেকে পুনরায় টিকা দেয়া কার্যক্রম শুরু করা হবে।

এদিকে, সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ টিকার জন্যে নিবন্ধন করেছেন। ফলে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জেলার অসংখ্য মানুষ প্রথম ডোজ টিকা নেয়ার পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন। এছাড়া যারা প্রথম ডোজ নিতে ম্যাসেজ পেয়েছেন তারাও টিকা নিতে অপেক্ষার প্রহর গুনছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়