শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০

অনিয়ম-দুর্নীতি যদি পত্রিকার পাতায় উঠে আসে তাহলে মতলববাসী সোচ্চার হবে
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দৈনিক শপথ পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শপথের বিশেষ প্রতিনিধি বোরহান উদ্দিন ডালিমের সভাপ্রধানে এবং প্রতিনিধি মোঃ তুহিন ফয়েজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মতলবের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কোনো অনিয়ম-দুর্নীতি থাকে সেটি যদি পত্রিকার পাতায় উঠে আসে তাহলে মতলববাসী সোচ্চার হবে। সাংবাদিক ও জনপ্রতিনিধি একসাথে কাজ করলে খুব দ্রুত মতলবের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া সম্ভব হবে।

উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, রেডিও বাংলাদেশের উপ-পরিচালক মহসিন মিয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মিয়া জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, শাহিনা আকতার, শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান খান বাবু, মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ফারুক হোসেন, রাকিবুল ইসলাম সোহাগ, গোলাম নবী খোকন, কামরুজ্জান হারুন, ইসমাইল খান টিটু, শফিক ইসলাম রানা, আল-আমিন সিপাহী, মমিনুল ইসলাম, শহিদুল ইসলাম খোকন, নাঈম মিয়াজী, দৈনিক শপথের মতলব উত্তর প্রতিনিধি সুমন আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়