প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০
গতকাল ২৫ আগস্ট দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় ‘চাঁদপুর জেনারেল হাসপাতাল নিয়ে চরম অসন্তোষ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, সংবাদটিতে তথ্যগত বেশ কিছু ভুল ছিল। যেমন- সংবাদে যে বলা হয়েছে, হাসপাতালে ৮৫ জন ডাক্তার। এই তথ্যটি মোটেও সঠিক নয়। এই হাসপাতালে কখনো ৮৫ জন ডাক্তার ছিল না। আর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মহোদয়ের ভিজিটকালে ২৬জন ডাক্তার উপস্থিত আর অন্যরা অনুপস্থিত থাকার কারণ হচ্ছে, হাসপাতালের আইসোলেশন ইউনিটে প্রতিদিন ডিউটি করেন ১০ জন, ১০ জন ডিউটির পর আইসোলেশনে থাকেন। তাই এই ২০ জনের পক্ষে পরিচালক মহোদয়ের সাথে বৈঠকে উপস্থিত থাকা সম্ভব ছিল না। আর হাসপাতাল সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা নেতিবাচক কোনো মন্তব্য করেছেন বলে আমাদের জানা নেই। বরং আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, করোনা অতিমারীতে এ হাসপাতাল চিকিৎসা সেবার দিক দিয়ে চট্টগ্রাম বিভাগে মডেল হবে। পুরো করোনাকালে আমাদের এ হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় একজন রোগীও ফেরত যায় নি। প্রকাশিত সংবাদটির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুরের এ হাসপাতালটিকে তার সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে পরিচালনার জন্যে আমরা চাঁদপুরের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি। -কর্তৃপক্ষ।