প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান মিজির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীসহ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।