শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০০:০০

ইউপি নির্বাচন নিয়ে আজ কমিশনের বৈঠক
অনলাইন ডেস্ক

স্থগিত ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণসহ মেয়াদ উত্তীর্ণ ইউপি নির্বাচনের সময় নির্ধারণে সোমবার (২৩ আগস্ট) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইউপি নির্বাচনের পাশাপাশি সংসদীয় আসনের উপনির্বাচনসহ ৭টি এজেন্ডা নিয়ে ইসি ৮৪তম বৈঠক করবে। সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রথম ধাপের স্থগিত ১৬৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হতে পারে। একই সময়ে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলও ঘোষণা হতে পারে। গত ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৬৭টি ইউপিতে ভোটগ্রহণে তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ এপ্রিল ওই নির্বাচন স্থগিত করে।

পরে করোনার কম ‘ঝুঁকি’ এলাকা হিসেবে বরিশাল বিভাগের ১৭৩টিসহ ২০৪টি ইউপিতে ২১ জুন ভোট করে ইসি। এ সময়ে উচ্চঝুঁকি সম্পন্ন এলাকা হিসেবে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনায় ৩৪টি, সাতক্ষীরায় ২১টি, নোওয়াখালীতে ১৩টি, চট্টগ্রামে ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টিসহ ১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত রাখে। এছাড়া প্রথম দফায় তফসিল ঘোষণার পর প্রার্থীদের মৃত্যুর কারণে নির্বাচন বাতিল হওয়া ৪টি ইউপির সময়ও নির্ধারণ হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সোমবারের বৈঠকে উপনির্বাচনসহ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হবে।

কবে ইউপি নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে এই অতিরিক্ত সচিব বলেন, নির্বাচন কবে হবে তা আগাম বলা যাবে না। এটা ইসি বৈঠকেই চূড়ান্ত হবে। তবে, আমাদের সিলেট-৩ আসনের উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই নির্বাচনটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে-এটা নিশ্চিত বলা যায়।

২০১৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত ৬টি ধাপে এবং ওই বছর ডিসেম্বর আরেকটি ধাপে দেশের অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ইউনিয়ন পরিষদের মধ্যে তিন হাজার ৯৯৮টির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। অবশ্য এর মধ্যে ২০৪টি ইউপির নির্বাচন গত ২১ জুন সম্পন্ন হয়েছে।

সোমবারের বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে সিলেট-৩ শূন্য আসনের স্থগিত নির্বাচন সম্পন্ন করা; কুমিল্লা-৭ শূন্য আসনের নির্বাচন; স্থগিত ৯টি পৌরসভার নির্বাচন সম্পন্ন করা; প্রথম ধাপের স্থগিতকৃত ১৬৭টি ইউপির নির্বাচন সম্পন্ন করা; ইউপির দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ নির্বাচন এবং শূন্যপদে উপ-নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ; ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করা বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করা এবং বিবিধ। সূত্র : বাংলা ট্রিবিউন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়