শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

পালাখাল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন
মোহাম্মদ মহিউদ্দিন/ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, সাবেক সদস্য রওনক আরা রত্না, কাদলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহীদ ও সাধারণ সম্পাদক কাজল রেখা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, অভিভাবক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়