শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর কর আইনজীবীদের সাথে কর কমিশনারের মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর কর আইনজীবী সমিতির সদস্যদের সাথে কুমিল্লা অঞ্চলের কর কমিশনার মোঃ গোলাম কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর রোটারী ভবনে রোটারিয়ান ডাঃ নুরুর রহমান কনফারেন্স রুমে আয়কর আইন-২০২৩-এর প্রয়োগ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক।

সাধারণ সম্পাদক অ্যাডঃ আমিরউদ্দিন ভূঁইয়া মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম, কুমিল্লা কর অঞ্চলের উপ-কর কমিশনার কৃপা সিন্ধু দাস, চাঁদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ আব্দুল মালেক, চাঁদপুর সার্কেলের সহকারী কর কমিশনার মোঃ হেফজুল বারী খান, কর পরিদর্শক মোঃ কামরুজ্জামান, চাঁদপুর কর আইনজীবী সমিতির মোঃ হাবিবুর রহমান, শাহ মোঃ আব্দুল কুদ্দুস, অ্যাডঃ প্রদীপ কুমার গুহ, অ্যাডঃ শেখ মোঃ জহিরুল ইসলাম, অর্জুন কে পাল, কাজী রকিবুল হাসান রুমন, আব্দুর রহমান, মামুনুর রহমান মামুন, হুমায়ুন কবির, কামরুল হাসান শিকদার ও মোঃ জাকির হোসেন।

কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক কর আদায়, রিটার্ন প্রদানসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং প্রধান অতিথি ধৈর্য সহকারে তা অবহিত হন এবং করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শুরুতে কর আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়