শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ আওয়ামী লীগের বৃহত্তম শোকসভা ও শোক র‌্যালি
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ স্মরণকালের মধ্যে বৃহত্তম শোক সভা ও শোক র‌্যালি করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উক্ত সভা আর র‌্যালি করে উপজেলা আওয়ামী লীগ। কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে শোকসভা শেষে র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর’ প্রদক্ষিণ করে শেষ হয়। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন।

২৬ আগস্ট শনিবার হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বালুর মাঠে (গাজীর খাদা) অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, আমরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হারিয়েছি। এই আগস্ট মাসে সারাদেশে সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ প্রতিটা হামলা আওয়ামী লীগের উপর এসেছে।

তিনি আরো বলেন, ১৯৫২, ৬৬, ৬৯ থেকে শুরু করে মহান স্বাধীনতা ও স্বাধীনতার পরবর্তীতে এমন কোনো সময় নেই যে, আওয়ামী লীগ রক্ত দেয় নাই। আমরা আর রক্তপাত চাই না। সুতরাং আপনারা যদি আওয়ামী লীগ করতে চান, তাহলে নেত্রীর নির্দেশ আপনাদেরকে মানতে হবে। ৭১ সালে যেভাবে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক একইভাবে ২০২৩ সালে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

সভার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা শাহজালাল মজমুদার ও গীতা পাঠ করেন দীলিপ কুমার সাহা।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, সাবেক কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক মোঃ শাহজামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম মজিবুর রহমান, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অমল ধর, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজী, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ গাজী মোহনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ কয়েক সহস্রাধিক কর্মী ও সমর্থক শোক সভা ও শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়