প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী বিনামূল্যে গাইনি ও প্রসূতি মায়েদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।
তিনি তার নিজস্ব চেম্বার স্টেডিয়াম রোডে ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত এ সেবা কার্যক্রম অব্যাহত রাখেন। এই বিষয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে কার্যক্রম অব্যাহত থাকলেও পরবর্তীতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবং গাইনি প্রসূতিদের জন্য বিনামূল্য চিকিৎসা সেবা আরো ২-৩ দিনের জন্য বাড়িয়ে তা অব্যাহত রাখি। আর এটিতেই আমার মানসিক তৃপ্তি। তিনি এরকম সেবা কার্যক্রম যেন সবসময় অব্যাহত রাখতে পারেন সেজন্যে সকলের দোয়া চেয়েছেন।