শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০

অপহৃত নারীকে উদ্ধার করলো চাঁদপুর পিবিআই
স্টাফ রিপোর্টার ॥

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্ধাপাড়া এলাকা হতে অপহৃত জেসমিনকে (১৬) (ছদ্মনাম), পিতা মোঃ ফখরুল ইসলাম (৪৬), সাং- সাহেদাপুর, পোস্ট- সাহেদাপুর, থানা-কচুয়া, জেলা- চাঁদপুর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো আফ ইনভেস্টিকেশন (পিবিআই) চাঁদপুর।

ভিকটিমকে গত ২০ আগস্ট রাত অনুমান সাড়ে ১২টার সময় তথ্য প্রযুক্তির সহযোগিতায় উদ্ধার করা হয়। পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুরের দরখাস্ত মামলা নং-২১৪/২০২৩ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ মামলার ভিকটিম জেসমিন (১৬)কে গত ১০ জুলাই বিকেল সাড়ে ৪টায় আসামী মোঃ আদনান সাকিন ভূঁইয়া (১৭) ও তার সহযোগী কচুয়ার তুলাতুলী হতে অপহরণ করে মর্মে নারীর পিতা বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেন। পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ খন্দকারের নেতৃত্বে বিশেষ টিম উক্ত ভিকটিমকে গত ২০ আগস্ট রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্ধাপাড়া এলাকা হতে উদ্ধার করে। গত ২১ আগস্ট বিকেল ৩টায় ভিকটিমকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত ভিকটিমের জবানবন্দী গ্রহণ করে। পরে ভিকটিমকে তার পিতা মোঃ ফখরুল ইসলাম (৪৬) জিম্মায় প্রদান করেন। মামলার বাদী মোঃ ফখরুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ফারুক হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়