প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষার হলে মোবাইল ফোনের মাধ্যমে নকল করতে গিয়ে শিক্ষকের কাছে হাতেনাতে ধরা পড়ে। হাজীগঞ্জ-১ (হাজীগঞ্জ ডিগ্রি কলেজ) কেন্দ্রের ১২০নং হলে ওই শিক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের পরীক্ষার্থীর রোল নং : ১৬৩৪০৭, রেজিস্ট্রেশন নম্বর : ১৮১১৭৭২৬০৭।
চাঁদপুর কণ্ঠকে হাজীগঞ্জ-১ কেন্দ্রের সচিব ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনোয়ার উল্লা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।