প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও গ্রামে রায়হান নামের আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। ২১ আগস্ট সোমবার দুপুর ১২টার দিকে উপাদী উত্তর ইউনিয়নের মিয়াজি বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রায়হান নওগাঁও গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। মা হাসিনা বেগম গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে সকলের অগোচরে খেলার ছলে শিশু রায়হান বাড়ির পাশে পুকুরের কাছে চলে যায়। পুকুরের পাশে নিচু জায়গায় পা পিছলে সে পানিতে পড়ে যায়। অনেকটা সময় তাকে না দেখলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানি ঘোলা ও সন্দেহ হলে লোকজন পানিতে খুঁজতে নামে। সেখান থেকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দুই ভাই এক বোনের মধ্যে রায়হান সবার ছোট ছিলো।